আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

লোহাগাড়ায় ২ বেকারীকে ৩০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া : | প্রকাশের সময় : মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারী ২০২৪ ০৮:৪৬:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্য তৈরি ও পরিবেশনের অপরাধে দুই বেকারীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ইনামুল হাসান।

 

জরিমানা আদায়কৃত প্রতিষ্ঠান সমূহ হচ্ছে- লোহাগাড়ার আধুনগর খাঁনহাট বাজারে রিয়াদ ফুডকে ২৫ হাজার টাকা ও খাসমহাল ব্রীজ সংলগ্ন নিউ পুষ্টি বেকারীকে ৫ হাজার টাকা।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ইনামুল হাসান বলেন, কর্মপরিকল্পনার কার্য হিসেবে দিই বেকারীতে  অভিযান পরিচালনা করা হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও পরিবেশনের অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া ২টি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে জ্বালানী তেলের পরিমাপ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

অভিযানে চট্টগ্রামের বিএসটিআই এর কর্মকর্তা ও থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।