আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

লোহাগাড়ায় ১০ হজার পিস ইয়াবাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া | প্রকাশের সময় : মঙ্গলবার ৩১ জানুয়ারী ২০২৩ ০৫:০৩:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

 

চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ কাইসার হামিদ (২২) নামের এক যুবককে আটক করা হয়েছে। সে কক্সবাজারের রামু উপজেলার চাকমারকুল এলাকার মৃত আবদুল জলিলেন ছেলে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল ৮টায় উপজেলার চুনতি ফরেস্ট অফিস সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহি বাসে যাত্রীর দেহে তল্লাশী চালিয়ে তাকে আটক করেন। লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে এসআই মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করেন। লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান বলেন, থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহি বাসে কায়সার হামিদ নামের এক যাত্রীর দেহ তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক করেন। তার বিরুদ্ধে লোহাগাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজু করে একইদিন আদালতে সোপর্দ করেছেন বলে জানান।