চট্টগ্রামের লোহাগাড়ায় শেখ কামাল আন্ত:স্কুল এন্ড মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগীতা-২০২৩ সম্পন্ন হয়েছে। দুই দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গত বুধবার বিকেলে লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেখ কামাল আন্ত: স্কুল এন্ড মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগীতায় লোহাগাড়ার সকল স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়। উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার শরিফ উল্যাহ। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান, লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম. ইব্রাহিম কবির, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন হিরো, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন ভূঁইয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার নুরুল আবসার উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাস্টার এসকে শামসুল আলম, লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর, সাবেক প্রধান শিক্ষক সুজিত কুমার পাল প্রমূখ। উক্ত প্রতিযোগিতা পরিচালনায় দায়িত্বে ছিলেন বার আউলিয়া বিশ্ববিদ্যালয় এন্ড কলেজের শিক্ষক মোহাম্মদ আলমগীর, সূখছড়ি রহমানিয়া মাদ্রাসার শিক্ষক শিক্ষক মাস্টার মনসুর আলম, শিক্ষক মো. নাছির উদ্দিন, জয়নাল আবেদীন বাবু, সাঈদ মোহাম্মদ চিশতী প্রমূখ।