লোহাগাড়ার বড়হাতিয়ায় ডায়াগস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে স্বাস্থ্য বিভাগ। এসময় বৈধ কোন কাগজপত্র না থাকায় বন্ধা রাখার নির্দেশ দেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য বিভাগ।
মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মোহাম্মদ হানিফ।
বন্ধকৃত ডায়াগনস্টিক সেন্টারগুলো হল উপজেলার বড়হাতিয়া মনু ফকির বাজারে গ্রামীণ ডায়াগনস্টিক সেন্টার এবং সেনেরহাট বাজারে একুশে ডায়াগনস্টিক সেন্টার।
অভিযানকালে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ইশতিয়াকুর রহমান ও মুহাম্মদ আবুল কালাম।
উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: মোহাম্মদ হানিফ বলেন, সরকারি নির্দেশনা রয়েছে অনিবন্ধিত কোন প্রকার বেসরকারী হাসপাতাল কিংবা ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করা যাবেনা। স্বাস্থ্য বিভাগের একটি টিম প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছেন। মঙ্গলবার সকালে গ্রামীণ ডায়াগনস্টিক সেন্টার এবং একুশে ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে মালিক পক্ষ বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি। তাই ডায়াগস্টিক সেন্টার দুটি বন্ধ করে দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।