আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

লোহাগাড়ায় মেধাবী ৩ শিক্ষার্থী পেল প্রতিভা রাণী মেমোরিয়াল স্কলারশীপ

জাহেদুল ইসলাম, লোহাগাড়া | প্রকাশের সময় : মঙ্গলবার ৭ ফেব্রুয়ারী ২০২৩ ১০:৪৫:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

 

চট্টগ্রামের লোহাগাড়ার আমিরাবাদ সুখছড়ি উচ্চ বিদ্যালয়ে ৩ জন মেধাবী শিক্ষার্থীকে প্রতিভা রাণী দাশ মেমোরিয়াল স্কলারশীপ বিতরণ করা হয়েছে। এসময় তাদের হাতে নগদ টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। স্কলারশীপ প্রাপ্ত মেধাবী শিক্ষাথীরা হলেন- সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষর্থী প্রজ্ঞা প্রদীপ্তা আচর্য্য, সোমাইয়া জান্নাত মিতু ও জান্নাতুল ইবনা নাজনিন। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) উপজেলার সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের হল রুমে স্কলারশীপ বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোবারক হোসেন এর সঞ্চালনায় উক্ত আলোচনা সবায় বক্তব্য রাখেন- অনুষ্ঠানের প্রধান অতিথি লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর অবসরপ্রাপ্ত শিক্ষক ও প্রতিভা রাণী দাশ মেমোরিয়াল স্কলারশীপ এর পৃষ্টপোষক প্রফেসর ড. দীপক কান্তি দাশ, সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ, লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু বকর, লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্কার সাধারণ সম্পাদক এস.কে সামশুল আলম, লোহাগাড়া জেনারেল হাসপাতালের পরিচালক রিটন দাশ, আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সাকে সদস্য মৃণাল কান্তি মিলন প্রমূখ। উল্লেখ্য, বাংলাদেশ প্রকৌশল বিশাববিদ্যালয় (বুয়েট) থেকে অবসর গ্রহণ করে (প্রতিভা রাণী মেমোরিয়াল স্কলারশীপ) মায়ের নামে মেধাবী শিক্ষার্থীদের প্রতিবছর স্কলারশীপ প্রদান করে আসছেন প্রফেসর ড. দীপক কান্তি দাশ।