লোহাগাড়ার বড়হাতিয়া পকুরের পানিতে ডুবে জাওয়াদ নামের সাড়ে ৩ বছরের এক শিশুর মৃত্য হওয়ার ঘটনা ঘটে।
শনিবার (১৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার সময় লোহাগাড়ার বড়হাতিয়া ৯নং ওয়ার্ড দেওয়ান পাড়ায় এ ঘটনাটি ঘটে। সে ওই এলাকার খোরশেদ আলম খোকনের ছেলে।
স্থানীয় ডা: খালেদ দেওয়ান বিষয়টি নিশ্চিত করে জানান, জাওয়াদ আমার চাচাত ভাইয়ের ছেলে। ঘটনারদিন সে খেলার চলে বাড়ি পাশে পুকুরে পড়ে যায়। আপর শিশুরা চিৎকার দিলে বাড়ির লোকজন এসে পুকুর থেকে উদ্ধার করে লোহাগাড়া সদর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম বিরাজ করছে।
একইদিন বাদে মাগরিব নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।