আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

লোহাগাড়ায় নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত

জাহেদুল ইসলাম, লোহাগাড়া | প্রকাশের সময় : শনিবার ২৯ অক্টোবর ২০২২ ০৪:০৪:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

সারা দেশের ন্যায় “কমিউনিটি পুলিশিংয়ের মুলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে লোহাগাড়ায় নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে- ২০২২ উদযাপন করা হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় দিবসটি উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করেন লোহাগাড়া থানা পুলিশ। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে ও যুবলীগ নেতা মিয়া মোহাম্মদ শাহাজাহানের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শিবলী নোমান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ শাহাজাহান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- চট্টগ্রাম জেলা পরিষদের নব-নির্বাচিত এরফানুল করিম চৌধুরী, যুদ্ধাকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আকতার আহমদ সিকদার, সাবেক ভাইস চেয়ারম্যান নিবাস দাস সাগর, পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান মো. নুরুচ্ছফা চৌধুরী, বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় কুমার বড়–য়া, পুটিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ.এম গণি স¤্রাট, লোহাগাড়া উপজেলা শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব মো. মিজানুর রহমান, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. রিদওয়ানুল হক সুজন, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এ.কে.এম আসিফুর রহমান চৌধুরী, যুবলীগ নেতা আব্দুল্লাহ আল সাইয়েম প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন- লোহাগাড়া মুক্তিযোদ্ধ্ সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ বেঙ্গল, লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ইশতিয়াক আহমেদ, কলাউজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ ওয়াহেদ, আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন, চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু কোম্পানী, চরম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা মো. হেলাল উদ্দিন, পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুনুর রশিদ, লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক মো. জহির উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. এরশাদুর রহমান রিয়াদ, উপজেলা জাতীয় শ্রমক লীগের সাধারণ সম্পাদক নুরুল হক নুনু, আওয়ামী লীগ নেতা আব্দুল জব্বার প্রমূখ। এছাড়া লোহাগাড়া থানার সকল অফিসার-ফোর্সবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের সদস্য-সদস্যাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, গ্রাম পুলিশ ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।