আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

লোহাগাড়ায় ধংসস্তুপ থানা ও উপজেলা পরিদর্শনে ডিসি

জাহেদুল ইসলাম, লোহাগাড়া : | প্রকাশের সময় : সোমবার ১২ অগাস্ট ২০২৪ ১০:০৪:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

দূর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে যাওয়া লোহাগাড়া উপজেলা পরিষদ ভবন ও লোহাগাড়া থানা পরিদর্শন করেছেন চট্টগ্র জেলা প্রশাসক আবুল বাশার মোঃ ফখরুজ্জামান।

সোমবার ১২ই আগষ্ট বিকেলে পুড়ে যাওয়া এসব ভবন পরিদর্শ করেন তিনি। এছাড়াও থানা ও উপজেলা পরিষদ ভবন সংস্কার কাজে অগ্রগতির বিষয়ে খোঁজ খবর নেন।

এর আগে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত লোহাগাড়ার সন্তান ইশমামুল হকের কবর জিয়ারত করেন। নিহত ইশমামুল হকের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক ভাবে ১লক্ষ টাকা অনুদান প্রদান করার পাশাপাশি, ইশমামের বড় ভাইকে চাকরি দেওয়ার ঘোষণা প্রদান করেন।

এসময় লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাসান, সহকারি কমিশনার (ভূমি) নাজমুন লায়েল, লোহাগাড়া থানা অফিসার ইনচার্জ মো. রাশেদুল ইসলাম, লোহাগাড়া জামায়াতের আমির মো. আসাদ উল্লাহ ইসলামাবাদী ও ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক তালাত মাহমুদ রাফি সহ বি়ভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও লোহাগাড়া উপজেলা ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে পুজি করে ৫ই আগষ্ট বিকেলে চট্টগ্রামের লোহাগাড়ায় একদল দূর্বৃত্ত থানা ও উপজেলা পরিষদ ভবনে হামলা, ভাঙ্গচুর, অগ্নিসংযোগ ও লুটপাট  করে। তাদের দেয়া আগুনে পুরো থানা ও উপজেলা ভবন পুড়ে ছারখার হয়ে যায়। এ সময় থানার সবগুলো ল্যাপটপ,থানা মসজিদের এসি, আইপিএস,ব্যাটারী লুট করে নিয়ে যায় দূর্বৃত্তরা এবং থানায় বিভিন্ন সময় জব্দকৃত মোটর সাইকেল গুলো নিয়ে যায়।আগুনে পুড়িয়ে দেয়া হয় প্রাইভেট কার ও অন্যান্য গাড়িগুলো ।