আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

লোহাগাড়ায় খাস জায়গায় গরুর খামারসহ ১২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া | প্রকাশের সময় : বুধবার ৩০ নভেম্বর ২০২২ ০৫:৫৯:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

 

চট্টগ্রামের লোহাগাড়ায় খাস জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা গরুর খামার ও ১১টি বসতবাড়ি অবৈধভাবে স্থাপনা গুঁড়িয়ে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩০ নভেম্বর) উপজেলার বড়হাতিয়া চাকফিরানী এলাকায় সকাল থেকে দিন ব্যাপী এ অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) মোহম্মদ শাহজাহান। এসময় উপস্থিত ছিলেন- লোহাগাড়া থানার এসআই সাইদুল ইসলাম, এএসআই শীপক, আধুনগর ভূমি অফিসের তহসিলদার সন্দীপ প্রমূখ। লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) মোহম্মদ শাহজাহান বলেন, সরকারি খাস জায়গায় কোন মতে স্থাপনা তৈরি করা যাবে না। এটি আইনগত অপরাধ। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বড়হাতিয়া চাকফিরানী ও আধুনগর রশিদার ঘোনা এলাকায় খাস জায়গা দখল করে ১১টি ঘর ও পাকা পিলারের ২টি টিন সীটের গরুর খামার ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।