আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

লোহাগাড়ায় এসআলম বাসের ধাক্কায় মহিলা নিহত

নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া : | প্রকাশের সময় : শনিবার ২৫ জুন ২০২২ ০৬:০২:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

লোহাগাড়ার চুনতি হাজি রাস্তার মাথায় চট্টগ্রাম-কক্সবাজার শনিবার বেলা ১টায় মহাসড়কে আসেআলম পরিবহনের একটি বাসের ধাক্কায় মনোয়ারা বেগম(৪৫) নামের এক মিহলা নিহত হওয়ার ঘটনা ঘটে। সে উপজেলার চুনতি হাজির পাড়া এলাকার জাসিম উদ্দিনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী মো. আরিফ নামের এক ব্যক্তি জানান, নিহত মনোয়ারা রাস্তা পারাপারের সময় চট্টগ্রাম মূখী এস আলম পরিবহনের একটি বাস (চট্টমেট্রো-ব ১১-১৫৫০) ধাক্কা দিলে ঘটনাস্থলে নিহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানার এসআই সুমন রহমান সঙ্গীয় ফোস নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘাতক বাসটি পালিয়ে যাবার সময় লোহার দিঘির পাড়  এলাকায় বাসটি আটক করা হয়।

দোহাজারী হাইওয়ে থানার ওসি মকছুদ আলম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোর রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।