চট্টগ্রামের লোহাগাড়ায় নাশকতা মামলায় চরম্বা ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড সদস্য মো. জসিম দ্দিন হেলালী (৩৫)কে গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা পুলিশ। সে উপজেলার চরম্বা কাজির পাড়া এলাকার সামশুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার (১১ মে) সকালে গ্রেপ্তার জসিম উদ্দিন হেলালীকে চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে। থানা পুলিশ জানান, লোহাগাড়া উপজেলা পরিষদের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের এসআই প্রদীপ কুমার দত্ত মঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেপ্তার করেন। লোহাগাড়া থানার ওসি মুুহাম্মদ আতিকুর রহমান বলেন, জসিম উদ্দিন হেলালী একজন জামায়াত নেতা। তিনি ১৪৭/১৪৮/১৪৯/৪৪৮/৪২৭/৪৩৬/১০৯/১১৪ দ: বি: তৎসহ ১৯০৮ সালের বিষ্ফোরক দ্রব্য আইন ৩ ধারা এর এজাহারনামীয় ৬নং আসামী। মামলার পর থেকে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম তাকে প্রেপ্তার করে। তার বিরুদ্ধে থানায় ডজনখানিকের মত নাশকতা মামলা রয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।