আজ মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ই আশ্বিন ১৪৩১

লোহাগাড়ায় অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য পরিবেশন ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া: | প্রকাশের সময় : সোমবার ৩০ মে ২০২২ ০৭:৩১:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

লোহাগাড়ায় অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য পরিবেশন ও সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে ২ ব্যবসা প্রতিষ্ঠানেরর কাছ ১১ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩০ মে) বিকেলে ভ্রাম্যমাণ এ আদাণত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার শরীঠ উল্যাহ্।

জরিমানা আদায়কৃত ব্যবসা প্রতিষ্ঠান সমুহ হচ্ছে- লোহাগাড়া সদরে ইনসাফ রেস্তোরা ১০ হাজার টাকা ও মাহি ফুডস ১ হাজার টাকা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার শরীঠ উল্যাহ্ বলেন,  ইনসাফ রেস্তোরাঁয় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও সরক্ষণের অপরাধে ১০ হাজান টাকা এবং মাহি ফুডসকে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে ১ হাজার টাকা অর্থদণ্ড আদায় করে সতর্কতা ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- লোহাগাড়া থানার এসআই মামুন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।