আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১
রাঙ্গুনিয়ার পদুয়ায় আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তারা

লেবেল পালটানো নেতাকে তৃণমূলে নেতৃত্বে আনা যাবে না

রাঙ্গুনিয়া প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ১ জুন ২০২২ ০৭:০৬:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৪, ৫ ও ৭নং ওয়ার্ড দ্বারিকোপ, জয়নগর ও পূর্ব খুরুশিয়া আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন নূরে মনির কনভেনশন হলে বুধবার (১ জুন) বিকালে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার বড়ুয়ার সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধক ছিলেন উপজেলা আওয়ামীলীগের সদস্য এরশাদ মাহমুদ। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের সদস্য বেদারুল আলম চৌধুরী বেদার। 

 

বক্তব্যে তাঁরা বলেন," আওয়ামীলীগের প্রাণ হচ্ছে গ্রাম। আর গ্রামের সাধারণ মানুষ হচ্ছে আওয়ামীলীগের শক্তি। ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন মানে তৃণমূলের নেতৃত্ব সৃষ্টির মাধ্যম। তৃণমূলকে শক্তিশালী করতে হলে দীর্ঘদিনের পরীক্ষিত পরিশ্রমি নেতাকে নেতৃত্বে আনতে হবে। লেবেল পালটানো নেতাকে তৃণমূলে নেতৃত্বে আনা যাবে না।"

 

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু জাফর চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদার বাদশা, ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি উপাধ্যক্ষ দুলাল কান্তি দাশ, সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, সহ সভাপতি শাহ আলম, দপ্তর সম্পাদক মাওলানা নুরুল আজিম, 

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইউনুচ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নাছির উদ্দীন রিয়াজ, উত্তরজেলার সদস্য নুরুল হোসেন মাসুদ, ডা. অঞ্জন বিশ্বাস, সঞ্জয় দে ভুট্টো, ইউনিয়ন যুবলীগ সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক সাঈদুল আলন সাঈদ, ছাত্রলীগ সভাপতি সাখাওয়াত হোসেন প্রমুখ। সঞ্চালনায় ছিলেন পদুয়া ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক মাস্টার অঞ্জন দাশ। এদিন সম্মেলন হলেও কমিটি ঘোষণা করা হয়নি।