আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

লাহাগাড়ায় কৃষকের পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দিল যুবলীগ

জাহেদুল ইসলাম, লোহাগাড়া: | প্রকাশের সময় : শুক্রবার ২৮ এপ্রিল ২০২৩ ০৪:৪৪:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির আহবানে লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক মো. জহির উদ্দিনের তত্বাবধানে কৃষকের পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন লোহাগাড়ার পুটিবিলা ইউনিয়ন আওয়ামী যুবলীগ। শুক্রবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার পুটিবিলা সড়াইয়া আবদুল আলিম বর পাড়া এলাকার বয়োবৃদ্ধ অসহায় কৃষক মুহাম্মদ রহমতুল্লাহর রোপনকৃত ২০ শতাংশ জমির পাকা ধান কেটে ঘরে পৌঁছে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার আদর্শের পাগল পুটিবিলা ইউনিয়ন যুবলীগ কর্মী আ.ন.ম আবদুল্লাহ বাবলু, কবির আহমদ কবির, মো. শহিদুল ইসলাম, সাকিব উদ্দিন, মো. শফি আলম ও মো. শহীদুল্লাহ। পুটিবিলা ইউনিয়ন যুবলীগ কর্মী আ.ন.ম আবদুল্লাহ বাবলু, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কৃষিই বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি। প্রতি বছরের ন্যায় এবারও বোরো মৌসুমে সারা দেশে ধানের বাম্পার ফলন হয়েছে। ধানের বাম্পার ফলন হলেও তীব্র গরম, শ্রমিক ও আর্থিক সংকট, অতিবৃষ্টির আশঙ্কায় ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন অনেক কৃষক। যুবলীগের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেশ লোহাগাড়ার পুটিবিলা ইউনিয়ন যুবলীগের কর্মীরা অহসায় বয়োবৃদ্ধ কৃষক রহমতুল্লাহর রোপনকৃত ২০ শতক জমির পাকা ধান কেটে করে বাড়ি পৌঁছে দিতে পেরে আনন্দ উপভোগ করেছি। এতে কৃষকও খুশি হয়েছেন।