আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

লংগদু সরকারি কলেজে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি : | প্রকাশের সময় : রবিবার ২৮ নভেম্বর ২০২১ ০৪:৫৩:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

রাঙামাটির লংগদু উপজেলার  ‘লংগদু সরকারি মডেল ডিগ্রি কলেজ’র এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে কলেজ মিলনায়তনে বিদায় ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। কলেজের অধ্যক্ষ মুহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।

প্রধান অতিথির বক্তব্যে বারেক সরকার বলেন, ‘তোমাদের অভিভাবকরা অনেক স্বপ্ন নিয়ে তোমাদের উজ্জল ভবিষ্যতের পথ চেয়ে আছে। তোমরা শিক্ষিত হয়ে সুনাগরিক হলেই তাদের মূখ উজ্জল হবে। তোমরা শিক্ষিত হয়ে দেশ ও মানুষের কল্যানে কাজ করবে এটাই আমাদের প্রত্যাশা।’

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কলেজের সহকারী অধ্যাপক মো. আজগর আলী, প্রভাষক মুসা তালুকদার, সমাজ সেবক মোশারফ হোসেন, হাজী ফোরকান আহামেদ, এখলাস মিঞা খান, শিক্ষার্থী তানভীর ইসলাম প্রমূখ। প্রভাষক খোন্দকার হাসান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে  প্রভাষক শফিউল হুদা, আনোয়ার হোসেন, ওসমান গনি, হারুনুর রশিদ, ড. ঈসা কাদেরীসহ শিক্ষক,বিদায়ী পরীক্ষার্থী ও ১ম বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।