কক্সবাজারের রামুতে ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (৪ নভেম্বর) সকাল দশটায় উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে র্যালি বের হয়। পরে বাকঁখালি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রামু উপজেলা সমবায় অফিসার আবুল কালাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রামু উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নিরুপম মজুমদার।
তিনি বলেন- সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র পুঁজি সংগ্রহ নিয়ে একত্রিত করে যাওয়ার সমিতির সদস্যদের ভাগ্য উন্নয়ন সম্ভব বলে জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন, রামু উপজেলা যুব উন্নয়ন অফিসার নুরে আলম মজুমদার, রামু প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক নুরুল ইসলাম সেলিম, রামু চৌমুহনী বনিক সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, জোয়ারিয়ানালা সুনাইছড়ি রাবার ড্রাম ব্যবস্থপনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল আলম, সার্বিক পরিচালনায় ছিলেন রামু কেন্দ্রীয় সমবায় সমিতির হিসাব রক্ষক মাঈনুল হক চৌধুরী সহ অনেকে।