আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

রামদা খলের উপর সুইচ গেইট নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সাতকানিয়া। | প্রকাশের সময় : রবিবার ১২ ফেব্রুয়ারী ২০২৩ ০৭:১৩:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

 

বান্দরবান পার্বত্য জেলা সোয়ালক রামদা খালের উপর রাবার ড্রাম ও সুইচ গেইট নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে কাইচ তলী এলাকাবাসী উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে । উক্ত মানববন্ধন বক্তব্য রাখেন অ্যাডভোকেট কাজী নাসির উদ্দিন সাবেক ইউপি সদস্য আব্দুস সফুর স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহেদ, আবুল হোসেন, বক্তারা বলেন বর্তমান সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে । উল্লেখ করে বলেন বাংলাদেশের শতকরা প্রায় ৭০ ভাগ লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। কৃষি খাতে বাড়ানো হয়েছে বরাদ্দ ও প্রণোদনার পরিমাণ । প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশন অনুযায়ী প্রতি ইঞ্চি জায়গা কৃষির আওতায় আনার জন্য নির্দেশনা দিয়েছে । সেটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারের উন্নয়নকে ধ্বংস করার জন্য একটি মহল রামদা খলের উপর সুইচ গেইট নির্মাণ প্রকল্প বাস্তবায়নের কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অপতৎপরতা চালাচ্ছে। এইটা যদি হয় আমাদের সাতকানিয়ার বাজালিয়া মাহালিয়া কাইচতলী পুরানগড় বাকর আলী বিল সহ দুই হাজার একর কৃষি জমি শুকিয়ে যাবে চাষাবাদ ব্যাহত হবে উল্লেখ করে বক্তারা আরো বলেন কৃষকদের দাবি যদি না মানা হয় তাহলে আইনের দ্বারস্থ হব। তাই আমরা এলাকাবাসী সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি অনতিবিলম্বে রাম খালের উপর রাবার ড্রাম ও সুইচ গেইট নির্মান প্রকল্প অপসারণ করা হোক।