আজ বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০শে কার্তিক ১৪৩১

রাতে লেবানন থেকে ফিরবেন আরও ৯৫ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : মঙ্গলবার ১২ নভেম্বর ২০২৪ ০২:১৪:০০ অপরাহ্ন | জাতীয়

লেবানন থে‌কে নবম দফায় মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে আরও ৯৫ জন বাংলাদেশি দেশে ফিরবেন। রাত ১০টা ২০ মিনিটে বিমানযোগে বাংলাদেশে এসব নাগরিক পৌঁছাবেন।

বৈরুতের বাংলাদেশ দূতাবাস এ তথ‌্য জানিয়েছে।

দূতাবাস জানায়, লেবাননে চলমান যুদ্ধপরিস্থিতির কারণে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা স্বেচ্ছায় দেশে যেতে দূতাবাস বরাবর আবেদন করেছেন এবং যাদের পাসপোর্ট, আকামাসহ আবশ্যক ট্রাভেল ডকুমেন্টস প্রস্তুত রয়েছে, তাদের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে দূতাবাসের ব্যবস্থাপনায় দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। মঙ্গলবার ৯৫ জনের  নবম গ্রুপটি বৈরুত থেকে দুবাই হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

 

লেবানন থেকে এখন পর্যন্ত ৫২১ জনকে দেশে ফেরত এনেছে সরকার। এর মধ্যে গত ২১ অক্টোবর প্রথম দফায় ফেরত এসেছেন ৫৪ জন, ২৩ অক্টোবর দুটি ফ্লাইটে ৯৬ জন দেশে ফিরে এসেছেন। চতুর্থ দফায় ফিরেছেন ৩০ জন। পঞ্চম দফায় ফিরেছেন ৩৬ জন। ষষ্ঠ দফায় ৫২ জন দেশে ফিরেছেন। ৩ নভেম্বর সপ্তম দফায় ৭০ জন বাংলাদেশি ফেরত এসেছেন। ৫ নভেম্বর অষ্টম দফায় আরও ১৮৩ জন প্রবাসী দেশে ফিরেছেন।