১০০ আইটেমের থাই, ইন্ডিয়ান ও বাংলা খাবার নিয়ে চন্দ্রঘোনায় যাত্রা শুরু করেছে আধুনিক মানের রেস্টুরেন্ট 'গ্রীণ চিলি'। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চন্দ্রঘোনা-কদমতলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিচ আজগর। এসময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিলকী, কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন, চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. হারুন, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ, প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারী আরজু আহমেদ, কায়ছার চৌধুরী, মাসুদ পারভেজ, মো. ইমতিয়াজ, মো. ইখতিয়ার প্রমুখ।
সংশ্লিষ্টরা জানান, চট্টগ্রামের সিএফসি রেস্টুরেন্টের অভিজ্ঞ বাবুর্চি দ্বারা রেস্টুরেন্টের খাবার তৈরি করা হয়। এছাড়া স্পেশাল আক্ নি বিরানি, দম বিরানী, খাচ্চী বিরানিসহ শতাধিক রকমের বিভিন্ন আইটেমের বিপুল সমাহার রয়েছে এই রেস্টুরেন্টে। সবুজ প্রকৃতির মাঝে কাপ্তাই সড়ক সংলগ্ন শীততাপ নিয়ন্ত্রীত এই হোটেলে একসাথে ৬০ জন মেহমান বসে খাওয়ার সুবিধা রয়েছে।