রাঙ্গুনিয়া উপজেলার হোছনাবাদ ইউনিয়নে সড়ক দূর্ঘটনায় শিশু আকতার হোসেনের(৯) মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর আয়োজনে সোমবার (১৩ ডিসেম্বর) সকালে নিরাপদ সড়ক এবং চালকদের বেপরোয়া গতি পরিহারের দাবিতে শিশু আকতারের জানায়া শেষে মরিয়মনগর-গাবতল ডিসি সড়কের ওসমানের টেক এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় বক্তব্য দেন মাস্টার প্রদীপ সাহা, রফিক চৌধুরী, মো. জাহাঙ্গীর আলম, মো. মিলন, মো. মিজান, মো. সোহেল, মো. সালাউদ্দিন প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, সিএনজি অটোরিকশা চালকের বেপরোয়া গতির কারণে আজ এই শিশুটির মৃত্যু হয়েছে। এর আগেও সড়ক দূর্ঘটনায় এখানে অনেকের মৃত্যু হয়েছে, অনেকেই আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছে। মরিয়মনগর গাবতল ডিসি সড়কের ওসমানের টেক অংশে সড়কটি আকাঁবাকা। চালকদের বেপরোয়া গতির কারণে এখানে প্রতিনিয়ত দূর্ঘটনার ঘটনা ঘটে যাচ্ছে। এই বিষয়ে সঠিক কোন সিদ্ধান্ত পাওয়া যাচ্ছে না। বিষয়টি দ্রুত উত্তরণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।
মানববন্ধনে এলাকার প্রায় শতাধিক সর্বস্তরের জনসাধারণ অংশ নেন।