আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

রাঙ্গুনিয়ায় মাইজভান্ডারী দারিদ্র্য বিমোচন প্রকল্পের উদ্যোগে বিনামূল্যে কর্ণছেদন

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ | প্রকাশের সময় : শনিবার ১২ নভেম্বর ২০২২ ০৪:১৮:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম
রাঙ্গুনিয়ায় মাইজভান্ডারী দারিদ্র্য বিমোচন প্রকল্পের উদ্যোগে বিনামূল্যে কর্ণছেদন অনুষ্ঠানের উদ্বোধন করা হচ্ছে।

শাহানশাহ হয়রত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি (ক.) ট্রাস্টের দারিদ্র্য বিমোচন প্রকল্পের উদ্যোগে রাঙ্গুনিয়া উপজেলার ৩৫০ দরিদ্র শিক্ষার্থীদের বিনামূল্যে কর্নছেদন ও ঔষধ বিতরণ করা হয়েছে। মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি উত্তর রাঙ্গুনিয়া শাখার সার্বিক সহযোগিতায় শনিবার (১২ নভেম্বর) দিনব্যাপী উত্তর রাঙ্গুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্নছেদন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি রাঙ্গামাটি জেলা ও রাঙ্গুনিয়া উপজেলার সাংগঠনিক সমন্বয়কারী মো. হারুন চৌধুরী, মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি রাঙ্গুনিয়া শাখার সভাপতি মো. হোসেন সওদাগর, সহ সভাপতি জুবাইদুল ইসলাম রনি, সাধারণ সম্পাদক ওসমান গনি, অর্থ সম্পাদক দিদারুল আলম, সদস্য কাজী আজিজুল হক, মো. জামশেদ প্রমুখ। সম্বয়নকারী মো. হারুন চৌধুরী জানান, মাইজভান্ডারী দারিদ্র্য বিমোচন প্রকল্পের উদ্যোগে আজ রাঙ্গুনিয়ার ৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩৫০ জন শিক্ষার্থীকে বিনামূল্যে কর্ণছেদন ও ঔষধ বিতরণ করা হয়েছে। এর আগেও এখানে খৎনা ক্যাম্প, দারিদ্র্যদের আর্থিক সহায়তা সহ বিভিন্ন সহযোগিতা করা হয়েছিল।এছাড়াও মাইজভান্ডারী দারিদ্র্য বিমোচন প্রকল্পের উদ্যোগে উপজেলার দক্ষিণ রাজানগরে ৩ বছর আগে স্থায়ী একটি চিকিৎসা ক্যাম্প স্থাপন করা হয়। যেখানে প্রতি সপ্তাহের শনিবার প্রায় শতাধিক রোগীকে মেডিসিন ও গাইনী বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়।