রাঙ্গুনিয়া উপজেলার পূর্ব কোদালা সাবেরা জাহেদা ক্বদরুন্নেছা মহিলা মাদ্রাসায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান মাদ্রাসার হলরুমে বুধবার (২৫ জানুয়ারি) বিকালে অনুষ্ঠিত হয়েছে। কোদালা আজিজিয়া কাসেমুল উলুম মাদ্রাসার প্রধান পরিচালক মাওলানা মুফতি আব্দুল কাদের। প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীর হজ্ব কাফেলার মুদির মাওলানা জাহাঙ্গীর। স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা খুরশিদ আলম, সহকারী পরিচালক মাওলানা কাউছার উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চন্দ্রঘোনা আল জামিয়া আল কুরআনিয়া ইউনুছিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা নেজাম উদ্দিন, আবু হায়দার চৌধুরী, মো. শাহ আলম, বিশিষ্ট গবেষক ও লেখক হাফেজ মাওলানা জাফর সাদেক, মুফতি সাইফুল্লাহ, হাফেজ মো. ইউছুফ, হাফেজ আমির হোসাইন, মাওলানা নুরুল আজিম, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, আওয়ামীলীগ নেতা বদিউল আলম মাস্টার, মো. ইসহাক মেম্বার, মোহাম্মদ হায়দার খান, মাওলানা আব্দুল করিম, মাওলানা আবুল ফয়েজ, মাওলানা মুফতি মুহিব্বুল্লাহ প্রমুখ। অতিথিরা বলেন, "নারীদের আরবী ও যুগোপযোগী বাংলা শিক্ষায় শিক্ষিত হিসেবে গড়ে তোলার লক্ষে ২০১৭ সালে প্রতিষ্ঠিত মাদ্রাসাটি বর্তমানে দশম শ্রেণী পর্যন্ত চলমান রয়েছে। ভবিষ্যতে একাদশ-দ্বাদশ শ্রেণী পর্যন্ত চালু করার জন্য পরিকল্পনা রয়েছে। সুন্দর মনোরম পরিবেশে বর্তমানে মাদ্রাসার ২৬০ জন ছাত্রীকে আরবি সিলেবাসের পাশাপাশি বাংলা ও ইংরেজি মাধ্যমেও পাঠদান করা হচ্ছে। পাঠদানে নিয়োজিত রয়েছেন ১১ জন মহিলা ও ৩ জন পুরুষ শিক্ষক। মাদ্রাসা পরিচালনায় সকলের সার্বিক সহায়তা কামনা করেন মাদ্রাসা কতৃপক্ষ। শেষে মোনাজাতের মাধ্যমে সকলের সমৃদ্ধি ও উন্নতি কামনায় বিশেষ দোয়া করা হয়। ছবির ক্যাপশনঃ রাঙ্গুনিয়ার কোদালা সাবেরা জাহেদা ক্বদরুন্নেছা মহিলা মাদ্রাসার সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীদের একাংশ।