রাঙ্গুনিয়ায় প্রতিপক্ষের কয়েক দফা হামলায় এক ইউপি সদস্যসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।উপজেলার রাজানগর ইউনিয়নের বগাবিলি ব্রিজ এলাকায় পৃথক এই ঘটনা ঘটে। আহতরা হলেন রাজানগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আবু তৈয়ব তালুকদার (৩৫), একই ওয়ার্ডের নুরুল আমিন তালুকদারের ছেলে প্রবাস ফেরত মোহাম্মদ ফজলুল করিম (৩৮) ও উম্মর আলীর ছেলে মো. হৃদয় (২২)। তারা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ স্থানীয় ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার জানান, সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ইউপি নির্বাচনে ২য়বারের মতো ইউপি সদস্য নির্বাচিত হওয়া আবু তৈয়বের সাথে পরাজিত প্রার্থী আজগর আলীর জয়-পরাজয় ঘিরে বিরোধ চলছিল। এর জেরে আজগর আলীর ভাগিনা টিপু, মামুনসহ সংঘবদ্ধ বেশ কয়েকজনের হামলায় আজ রবিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে গুরুতর আহত হয় ইউপি সদস্য আবু তৈয়ব তালুকদার৷ গতকাল শনিবার বিকালে তার সমর্থক প্রবাসী ফজলুল করিম এবং একইদিন রাত ৮টার দিকে মো. হৃদয়কেও হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়। তাদের তিনজনকেই পার্শ্ববর্তী কাউখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয় যারা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলাকারীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল আলম। এই নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলেও জানান তিনি৷ এই বিষয়ে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিলকী জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। এই বিষয়ে লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।