চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুই পক্ষের সংঘর্ষে প্রবাস ফেরত মোহাম্মদ মামুন নামে এক যুবককে (৪০) প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে।
নিহত মামুন উপজেলার সরফভাটা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেহের বাপের বাড়ির মরহুম মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের ছেলে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক মো. শাহেদ জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার শরীরে একাধিক কুপিয়ে জখমের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা একাধিক বলে তিনি জানান।
রবিবার (১ ডিসেম্বর) রাঙ্গুনিয়া উপজেলার ক্রাইম জোন খ্যাত সরফভাটার ইত্যাদি চত্বরে রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ৩০ নভেম্বর শনিবার রাতে সরফভাটা মেহের বাপের বাড়ির সিএনজি চালক মো. কুদ্দুসের (৪০) সাথে পাশের গ্রাম দক্ষিণ পাড়ার এক অটোরিকশা চালকের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় দু’পক্ষের মাঝে বিরোধের সৃষ্টি হয়। রবিবার সন্ধ্যায় দক্ষিণ পাড়ার মো. হাছান ও মো. হুমায়ুন বিষয়টি মিমাংসা করতে আসলে তিন পাড়া ঐক্য পরিষদের সাথে ওবাইদুল্লাহ মাতব্বরের গোষ্ঠীর হাতাহাতি হয়। এর জের ধরে তিন পাড়া ঐক্য পরিষদ ও গুচ্ছ গ্ৰামের মাহবুব গ্ৰুপ দেশিয় অস্ত্র নিয়ে সরফভাটা ইত্যাদি চত্বরে ওবায়দুল্লাহ মাতব্বরের বাড়িতে হামলা চালায়। হামলার এক পর্যায়ে সৌদি প্রবাস ফেরত মামুন (৪০) কে ধারালো অস্ত্র দ্বারা আঘাত করা হয়। এসময় এলাকায় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনাও ঘটে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদ হোসেন বলেন, এখনো কেউ আটক হয়নি। তবে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।
এদিকে যুবককে কুপিয়ে হত্যার পর থেকে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। ইতিপূর্বেও এ এলাকায় ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। স্বামী স্ত্রীকে কুপিয়ে হত্যা সহ বহু অপরাধ ঘটলেও এসবের না হয়েছে সুষ্ঠ তদন্ত, না হয়েছে উপযুক্ত বিচার। যার ফলে এলাকাটি ক্রমান্বয়ে অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে।