আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

রাঙ্গুনিয়ায় অভিনব কায়দায় দিন দুপুরে চুরি

রাঙ্গুনিয়া প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ৩১ অগাস্ট ২০২২ ০৩:৫৯:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

মুদির দোকানদার দুপুরের খাবারের জন্য বাড়ি যান। এর কিছুক্ষণের মধ্যেই চার-পাঁচজন এসে দোকানের আশেপাশে ঘুরতে থাকেন। তাদের একজন পাশের দোকান থেকে পান খাওয়ার নামে তাকে আড়াল করে নানা কথায় ব্যস্ত করে রাখেন। বাকীরা সবাই লুঙ্গি পড়ার মতো করে দোকানটিকে আড়াল করে রাখেন। ১০-১৫ মিনিট পরেই সবাই স্থান ত্যাগ করেন।

মালিক এসে দেখেন তার দোকানের গ্রীল ফাক করা৷ পরে ভেতরে ঢুকে দেখেন, দোকানে মালামাল এলোমেলো ভাবে ছিটানো। দোকানে ক্যাশবাক্সে রাখা অন্তত ৫০ হাজার টাকা, কয়েক হাজার টাকার মোবাইল কার্ড ও একটি স্যামসাং মুঠোফোন উধাও। 

এ রকম অভিনব কায়দায় মঙ্গলবার দিন-দুপুরে রাঙ্গুনিয়া পৌরসভার ভবানী মিল এলাকায় এই চুরির ঘটনা ঘটেছে। 

দোকানের মালিক মো. নঈম উদ্দিন জানান, ইতিপূর্বেও তার  দোকানসহ আশেপাশের কয়েকটি দোকানে চুরির ঘটনা ঘটেছে।  

দোকান তালাবদ্ধ অবস্থায় গ্রীল ফাক করে দিন দুপুরে চুরির বিষয়টি স্থানীয়রা বিষ্ময় প্রকাশ করেন। পাশের দোকানদার বলেন, "কয়েকজন লোক এসে ঘুরাঘুরি করছিল। একজন এসে আমার দোকান থেকে পানও খেয়েছিল। বাকীরা ওই দোকানটির সামনে দাঁড়িয়ে কথা বলছিল। সবমিলিয়ে ১০-১৫ মিনিট সময় হবে। এরমধ্যে কখন এই ঘটনা ঘটালো তা বুঝতেই পারিনি।"

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিলকীকে জানানো হলে, তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান।