আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

রাঙামাটিতে পুলিশে চাকরি পেলেন ১২জন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : রবিবার ১৪ নভেম্বর ২০২১ ০৭:৪২:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

কোনো অসাধু উপায়ে নয়, সরকারি নিয়ম মেনে শুধু ১০০ টাকা ব্যাংক ড্রাফটে নিজেদের যোগ্যতার পরীক্ষা দিয়ে রাঙামাটিতে পুলিশের চাকরি পেলেন ১২জন।  

 

রোববার (১৪নভেম্বর) বিকেলে রাঙামাটি সুখীনীলগঞ্জ পুলিশ লাইন মাঠে রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় প্রাথমিকভাবে উত্তীর্ণ এসব নির্বাচিতদের ফুল দিয়ে বরণ করা হয়।

 

সুখীনীলগঞ্জ পুলিশ লাইন মাঠে রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত ১২জনকে তাদের পরবর্তী পর্যায়ে করণীয় সম্পর্কে সম্যক ধারণা দেন, রাঙামাটি পুলিশ সুপার মীর মোদাছছের হোসেন।

 

এসময় এসপি বলেন, পুলিশদের নিয়ে মানুষ নানারকম কথা বলে। কিন্তু পুলিশের সহযোগিতা ছাড়া কেউ চলতে পারে না। আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পুলিশ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। অনেক সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ সদস্যের মৃত্যুও হয়।

 

এসপি আরও বলেন, আজ যারা চাকরি পেয়েছে তারা নিজেদের যোগ্যতার পরিচয় দিয়েই পেয়েছে। এখানে অন্যকিছু ভাবার অবকাশ নেই। চাকরি পাওয়া নবাগত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে এসপি আরও বলেন, তোমরা সততা বজায় রেখে দেশ ও দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করবে।

 

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ এবং রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।