আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

রক্তদাতা কাউন্সিলর বাবুর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : মঙ্গলবার ৫ জুলাই ২০২২ ০৪:০৬:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

চমেকের সন্ধানী ব্লাড ব্যাংকে রক্ত দিতে গেলে কর্মীরা দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ করেছেন চসিকের কাউন্সিলর মোহাম্মদ সাহেদ ইকবাল বাবু।  তিনি  বলেন, মানুষের জীবন বাঁচাতে ১৯৯১ সাল থেকে রক্ত দিয়ে আসছি।

এ পর্যন্ত অন্তত ৪৫-৫০ বার ‘এ নেগেটিভ’ রক্ত দিয়েছি। এরই ধারাবাহিকতায় গত রোববার (০৩ জুলাই) আনুমানিক বিকেল ৩টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সন্ধানী ব্লাড সেকশন থেকে বার বার ফোন আসে রক্ত দেওয়ার জন্য। ব্যস্ততার মধ্যেও বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিকেল সোয়া ৫টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজের সন্ধানী ব্লাড সেকশনে পৌঁছি।

কিন্তু একজন রক্তদাতা হিসেবে ন্যূনতম সম্মানটুকু পাওয়া দূরে থাক উল্টো দুর্ব্যবহার করা হলো। আমার সঙ্গে এই আচরণ হলে, সাধারণ মানুষের সঙ্গে কেমন আচরণ করা হয় তা আমার বোধগম্য নয়। যোগ করেন কাউন্সিলর বাবু।

তিনি সন্ধানী ব্লাড ব্যাংকের রক্ত গ্রহণ প্রক্রিয়া আধুনিক করার পাশাপাশি অফিসটির পরিবেশ উন্নত করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

 

 

 



সবচেয়ে জনপ্রিয়