আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

মিরসরাইয়ে দু’পক্ষের হামলায় যুবলীগ-ছাত্রলীগের ১৭ জন আহত

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই : | প্রকাশের সময় : সোমবার ৮ জানুয়ারী ২০২৪ ০৯:৩৮:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেলকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ফেরার পথে দু’পক্ষের হামলায় যুবলীগ-ছাত্রলীগের ১৭জন নেতা-কর্মী আহত হয়েছে। সোমবার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলার আবুতোরাব বাজারে এ হামলার ঘটনা ঘটেছে। হামলায় আহতরা হলো মায়ানী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি অহিদুল ইসলাম (৩৮), ছাত্রলীগ নেতা ইমাম হোসেন ইমন (২০) মায়ানী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য শহীদুল ইসলাম (৪০), মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন রিয়াদ (২০), মায়ানী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সভাপতি  ইব্রাহিম খলিল বাপ্পী (৩০), ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম রুবেল  (৩৬), ইউনিয়ন ছাত্রলীগের সদস্য রাকিব হোসেন, মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ফাহাদ উদ্দিন রনি (২২) ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম  ফয়সাল হোসেন (২২), যুবলীগ নেতা কামরুল হাসান সুমন (৩৫), সাজ্জাদ হোসেন অপু (২৭), ফয়সাল হোসেন (২৮), মো. সাকিব (২০), মো. রিপাত (১৮), সাজ্জাদ হোসেন সাজু (২১), সাহেদ হোসেন (২৩), মো. ইমন (২৪), জয় বড়–য়া (১৯)। আহতদের মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে ইমনের অবস্থা আশঙ্কাজনক।

উপজেলার ১৩নং মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কবির আহম্মদ নিজামী অভিযোগ করেন, সোমবার বিকেলে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল ভাই আবুতোরাব বাজারে নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে আসেন। এসময় নেতাদের কর্মীরা উনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তিনি চলে যাওয়ার সাথে সাথে কিছু বুঝে উঠার আগে স্থানীয় ফারুকের নেতৃত্বে অতর্কিত হামলা চালায় এতে প্রায় ১১জন আহত হয়েছে। আহতের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছি। 

হামলায় নেতৃত্ব দেওয়ার বিষয়টি অস্বীকার করেন মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ওমর ফারুক বলেন, ভোটের দিন সন্ধ্যায় দলীয় কার্যালয়ে নির্বাচনী ফলাফল নিয়ে তরজু মেম্বার ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক প্রণব বড়–য়াকে মারধর করে। প্রনব বড়–য়া আজ রুহেল ভাইকে বিষয়টি অবহিত করলে তিনি যাওয়ার সাথে সাথে ক্ষিপ্ত হয়ে তরজু মেম্বারের প্রণব বড়–য়াসহ কয়েকজনের উপর হামলা

 করে। এসময় আহত হন মারুফ, আলিফ, সাকিব, নিরব, জয় বড়–য়া ও শয়ন বড়–য়া সহ কয়েকজন আহত হয়েছেন। 

এদিকে ভোটের দিন সন্ধ্যায় একই ইউনিয়নের সৈদালী এলাকায় নৌকা প্রতীক ও ঈগল প্রতিকের সমর্থকের মধ্যে হামলা-পাল্টা হামলা ও বাড়ি ঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। হামলায় সাইফুল ইসলাম স¤্রাট ( ১৬) নামে কর্মী গুরুত্বর আহত হয়েছে। 

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. এরশাদ উল্লাহ জানান, সোমবার বিকেলে ইমাম হোসেন (২০), মাঈন উদ্দিন (২০), অহিদুল ইসলাম (৩৮), সাইফুল ইসলাম (৩৬) হাত, মাথা সহ শরীরের একাধিক জায়গায় জখম নিয়ে হাসপাতালে আসেন। তাদের জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, সোমবার বিকেলে আবুতোরাব বাজারে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে। এছাড়া সৈদালী এলাকায় হামলার ঘটনায় উভয় পক্ষ অভিযোগ দেওয়ার কথা। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।