আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

যশোরে যুবদল নেতা হত‍্যা চন্দনাইশে বিক্ষোভ

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ : | প্রকাশের সময় : রবিবার ১৭ জুলাই ২০২২ ০৩:২৫:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

যশোর জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি বদিউজ্জামান ধনির নৃশংস হত্যা কান্ডের প্রতিবাদে কেন্দীয় কর্মসূচির অংশ হিসাবে চন্দনাইশ উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে বিক্ষোভ  মিছিল ও প্রতিবাদ সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১৬ জুলাই ) উপজেলার বরকল- আনোয়ারা সড়কের বরকল এলাকায় অনুষ্ঠিত  এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় অংশগ্রহন করেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ শাহ, আবু বক্কর, চন্দনাইশ  উপজেলা যুবদল আহবায়ক তরিকুল ইসলাম টুটুল, চন্দনাইশ পৌরসভা যুবদল আহবায়ক মোহাম্মদ আযম খান, সিনিয়র যুগ্ম আহবায়ক রবিউল হোসেন ছোটন, আবুল কালাম আজাদ, সেলিম আল দ্বীন, মোঃ বখতেয়ারউদ্দিন, মোজাফফর আহমদ, আব্দুল আজিজ, জোবায়ের, আকবর, মান্না, মিজান, ফারুক, সিরাজুল ইসলাম, খোকন প্রমুখ। সমাবেশে বক্তারা অবিলম্বে ধনিসহ সকল হত‍্যাকান্ডের বিচারের দাবি জানান।