রাঙামাটি জেলাধীন কাউখালী উপজেলার দুর্গম মগাইছড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে মজুদ রাখা মুল্যবান ৪০০ টুকরা সেগুন গোলকাঠ উদ্ধার করেছে বনবিভাগ ঘাঘড়া স্টেশন। গত ২৬ আগস্ট ঘাঘড়া সেনাবাহিনী ক্যাম্পের সহযোগীতায় এই কাঠগুলো উদ্ধার করা হয়।
কাপ্তাই বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা ও ঘাঘড়া বনবিভাগের স্টেশনের অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৬ আগস্ট বিভাগীয় বন সংরক্ষক ও রাঙ্গামাটি অঞ্চলের বন সংরক্ষক মোঃ মিজানুর রহমান এর সার্বিক নির্দেশনায় ঘাগড়া আর্মি ক্যাম্পের সহায়তায় কাউখালীর মগাই ছড়ি এলাকায় পাচারের উদ্দেশ্যে মজুদ কৃত বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়। যেখানে ৪০০ টুকরা ও ৬২৬.৮৬ ঘনফুটের মুল্যবান সেগুন গোলকাঠ উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য দশ লক্ষ টাকার অধিক। পরে স্থানীয় ব্যবস্থাপনায় ঘাগড়া স্টেশন হেফাজতে একইদিন রাত ৪টায় কাঠগুলো আনা হয়। তিনি বলেন, বন ও বন্যপ্রাণী সুরক্ষায় বনবিভাগের অভিযান সর্বদা চলমান থাকবে।