বিজয়ের মাসে ৩ যুদ্ধাহত মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদানসহ জমকালো আয়োজনের মধ্যদিয়ে ৭ম বর্ষপপূর্তি পালন করেছে স্বল্প সময়ে সাড়া জাগানো সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন অদম্য যুব সংঘ। সংবর্ধিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা হলো রফিয়ের জামান, নুরুল মোস্তফা চৌধুরী ও শাহাদাত উল্ল্যাহ চৌধুরী। শনিবার বিকাল ৩ টা থেকে শুরু হওয়া আয়োজনমালার সমাপ্তি ঘটে রাত ১০ টায়। এছাড়া আয়োজনের মধ্যে ছিল উপজেলার সেরা ৮ শিক্ষক সংবর্ধনা, ৬ জন সাংবাদিক সংবর্ধনা, অদম্য সেরাদের সেরা ২০ জনকে সংবর্ধনা, আইডলের শিক্ষাপ্রতিষ্ঠান সম্মাননা, ৪ অদম্য সেরা কর্মী সংবর্ধনা, ২ জনকে বিশেষ সম্মাননা, ১১ জন পৃষ্ঠপোষক সংবর্ধনা, চিকিৎসার্থে আর্থিক অনুদান প্রদান, উপজেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে নৃত্য ও ৭ম বর্ষপূর্তির কেক কাটা। মিরসরাই উপজেলার মাধ্যমিকের মেধাবী শিক্ষার্থীদের নিয়ে অদম্য সেরাদের সেরা অনুষ্ঠানের মধ্যদিয়ে উপজেলাজুড়ে ব্যাপক সাড়া জাগিয়েছে সংগঠনটি। এবার ৪র্থ আসরে উপজেলা পর্যায়ে সেরাদের সেরা নির্বাচিত হয় বারইয়ারহাট পৌর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সাদিয়া নুসরাত সাথী। দ্বিতীয় স্থান অধিকার করে বামনসুন্দর ফকির আহম্মদ উচ্চ বিদ্যালয়ের আবদুল্লাহ আল মাহমুদ লাব্বী, তৃতীয় স্থান অধিকার করে মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের সুদিপ্তা দাশ। গত ১৮ নভেম্বর মিরসরাই উপজেলার মাধ্যমিক ও দাখিলের বর্ষ সেরা শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত আইডল অন্বেষণ প্রতিযোগিতা ‘অদম্য সেরাদের সেরা’ ৪র্থ আসরের লিখিত পরীক্ষায় ৪২ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০৮ বর্ষ সেরা শিক্ষার্থী অংশগ্রহণ করে। এরপর ৯ ডিসেম্বর ২০ প্রতিযোগী নিয়ে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। দু’টো পরীক্ষার নম্বর অনুযায়ী একজন নির্বাচিত হন মিরসরাইয়ে মাধ্যমিক পর্যায়ের ‘আইডল’ শিক্ষার্থী। অদম্য যুব সংঘের সভাপতি কামরুল হাসান জনি ও সিনিয়র সহ-সভাপতি নিয়াজ মুহাম্মদ সাজেদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী আবদুল আলীম, মিরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, মাতৃকা হাসপাতালের পরিচালক বীর মুক্তিযোদ্ধাও শিক্ষানুরাগী অধ্যাপক ডা. জামসেদ আলম, এসেনশিয়াল গ্রæপের চেয়ারম্যানও চট্টগ্রাম মহিলা চেম্বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি রুহি মোস্তফা, ঢাকা স্পেশাল ব্রাঞ্চের পুলিশ পরিদর্শক জামশেদ আলম, কবিও কথা সাহিত্যিক আয়েশা মুন্নি, বয়লার টেকনোক্রাফটের সিইও কেএম লিটন চৌধুরী, মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হোসাইন সবুজ। শিক্ষক সম্মাননায় সংবর্ধিতরা হলো আবুতোরাব ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ শফিকুল ইসলাম নিজামী, বিশ^ দরবার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল্ল্যাহ, দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বেলাল উদ্দিন, রঘুনাথপুর হাজী সুলতান আহম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জাহান, বিশ^ দরবার মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ক্ষুদিরাম দাশ, সুফিয়া নুরিয়া ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষিকা সুলতানা ইয়াসমিন, মিরসরাই এসএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রেশমা আক্তার, কিছমত জাফরাবাদ এম এ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওমর ফারুক। পৃষ্ঠপোষক সম্মাননাপ্রাপ্তরা হলেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ইঞ্জিনিয়ার মোহাম্মদ করিমুল হক, প্রবাসী শেখ ফরিদ আহমেদ সিআইপি, মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ¦ এসএম মাজহার উল্ল্যাহ মিয়া, কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট বান্দরবানের সহকারী কমিশনার কামরুল ইসলাম চৌধুরী, মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন তাহের আহমেদ, এসেনশিয়াল গ্রæপের চেয়ারম্যান রুহি মোস্তফা, বয়লার টেকনোক্রাফটের সিইও কেএম লিটন চৌধুরী, বার্জার পেইন্ট বাংলাদেশ লিমিটেড চট্টগ্রাম সেলস অফিসের একাউন্ট অফিসার আক্তার হোসেন, অদম্য যুব সংঘের পৃষ্ঠপোষক মোমিনুল ইসলাম ডালিম, নিউ সমমনা ডেকোরেটার্স অ্যান্ড লিটা ইভেন্ট জোনের পরিচালক অভি রায়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য ইঞ্জিনিয়ার সাইদুল হক। সাংবাদিকতায় সম্মাননাপ্রাপ্তরা হলো দৈনিক যুগান্তর ও আজাদীর মিরসরাই মিরসরাই প্রতিনিধি মাহবুবুর রহমান পলাশ, দৈনিক নয়া দিগন্ত ও চট্টগ্রাম মঞ্চের মিরসরাই প্রতিনিধি এম মাঈন উদ্দিন, দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও পূর্বদেশ পত্রিকার মিরসরাই প্রতিনিধি এম আনোয়ার হোসেন, দৈনিক জনকন্ঠের মিরসরাই প্রতিনিধি রাজীব মজুমদার, দৈনিক ভোরের কাগজ মিরসরাই প্রতিনিধি ও দৈনিক সাঙ্গুর নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ ইউসুফ, সি প্লাস মিরসরাই প্রতিনিধি বাবলু দে। বিশেষ সম্মাননা প্রাপ্তরা হলেন চট্টগ্রাম জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী আবদুল আলীম, মিরসরাইয়ের সন্তান ওমান প্রবাসী আবু নছর রিয়াদ সিআইপি। মাধ্যমিকের আইডল প্রতিষ্ঠান সম্মাননা প্রদান করা হয় বারইয়ারহাট পৌর বহুমুখী উচ্চ বিদ্যালয়কে। এছাড়া অদম্য সেরা কর্মীর পুরষ্কার পান তারিফ হোসেন, মেহেদী হাসান নিশান, খালেদ হোসেন জাহিন, জোবাইদুল ইসলাম।