আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

মুক্তিযুদ্ধের জোনাল কমান্ডার মির্জা মনসুর আর নেই

ফটিকছড়ি প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২১ ডিসেম্বর ২০২৩ ০৮:৪৫:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমএনএ ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও ফটিকছড়ির প্রথম সংসদ সদস্য, শিল্পপতি মির্জা আবু মনসুর আর নেই। বৃহস্পতিবার বিকেল তিনটায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় ইন্তেকাল করেন  (ইন্নলিল্লাহে ওয়াইন্না ইলাহে রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, তিন ভাই, পাঁচ বোনসহ বহু গুণগ্রাহী রেখে যান। মির্জা মনসুর দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সারে ভূগছিলেন।

 

এই বীর মুক্তিযোদ্ধা, শিল্পপতি ও সমাজ সেবকের মৃত্যুতে ফটিকছড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

 

জানা গেছে, শুক্রবার সকাল নয়টায় নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজার নামাজ, দুপুর দুইটায় ফটিকছড়ি ডিগ্রি কলেজ মাঠে দ্বিতীয় এবং বিকেল চারটায় নানুপুর আবু সোবহান হাইস্কুল মাঠে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।