আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

মিয়ানমারে ফিরতে ইচ্ছুক ২৩ রোহিঙ্গার খাদ্য সহায়তা বন্ধ করল জাতিসংঘ

কক্সবাজার প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ৬ জুন ২০২৩ ০৩:১৬:০০ পূর্বাহ্ন | জাতীয়

 

নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে রাজি হওয়া চার রোহিঙ্গা পরিবারের খাদ্য সহায়তা বন্ধ করে দিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)। এই চার পরিবারে মোট ২৩ জন সদস্য রয়েছেন।

 

বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে চলমান প্রত্যাবাসন আলোচনায় পরিবারগুলো নিজ মার্তৃভূমিতে ফিরে যেতে রাজি হয়।

 

কিন্তু সোমবার (৫ জুন) সকাল থেকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থাটি তাদের আর সহায়তা করছে না বলে জানা গেছে।

 

এ ব্যাপারে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. মিজানুর রহমান বলেছেন, ‘পাইলট প্রকল্পের আওতায় প্রত্যাবাসনে রাজি হওয়া চার পরিবারের ২৩ সদস্যকে সোমবার সকাল থেকে খাদ্য দেওয়া বন্ধ করা হয়েছে। কিন্তু কী কারণে বন্ধ করা হয়েছে সে সম্পর্কে ইউএনএইচসিআর কিছু জানায়নি।’

 

জাতিসংঘের এ সংস্থাটি এ নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। তবে আন্তর্জাতিক সংস্থাটির কক্সবাজার অফিসের এক কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার (৬ জুন) এ ব্যাপারে সংবাদমাধ্যমে তথ্য দেওয়া হবে।

 

প্রত্যাবাসনে স্বেচ্ছায় সম্মতি দেওয়া চার রোহিঙ্গা পরিবার বর্তমানে উখিয়ার ট্রানজিট ক্যাম্পে অবস্থান করছে।