আজ শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

মিরসরাইয়ে হানাদার মুক্ত দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৮ ডিসেম্বর ২০২২ ০৬:০১:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

 

মিরসরাইয়ে নানা আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে পালিত হয়েছে হানাদার মুক্ত দিবস। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে মিরসরাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান মিরসরাই শাখার যৌথ উদ্যোগে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে দিবসের কার্যসূচি আরম্ভ হয়। আনন্দ শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মুক্তদিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার কবির আহমেদ। আমরা মুক্তিযোদ্ধা সন্তান সংগঠনের সভাপিত নয়ন কান্তি ধূমের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সহকারী কমান্ডার আহাম্মদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও কাটাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ূন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন রাশেদ, ডিপুটি কমন্ডার আবুল হাশিম, মুক্তিযোদ্ধা সন্তান ও মঘাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফায়েল উল্লা চৌধুরী নাজমুল, কাটাছরা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা নৌ কমান্ডো এমদাদ হোসেন চৌধুরী, উপজেলা কমান্ডের সহকারী কমান্ডার এমএম কামাল পাশা, সাংবাদিক শারফুদ্দীন কাশ্মীর। আলোচকরা বলেন, ১৬ ডিসেম্বর ছিলো আমাদের দেশের চুড়ান্ত বিজয়। তার আগে ৮ ডিসেম্বর মিরসরাই হানাদার মুক্ত হয়। বক্তারা বলেন, ১৯৭১ সালের ৮ ডিসেম্বর সকাল বেলা মিরসরাই সদরস্থ সুফিয়া রোড ওয়ার্লেস স্টেশন থেকে একটি পাক বাহিনীর জিপ তীব্র গতিতে বেরিয়ে যায় এবং কয়েক সেকেন্ডের মধ্যেই প্রচন্ড শব্দে কাঁপিয়ে ওয়ার্লেস স্টেশনটি ধ্বংস হয়ে যায়। পাক সেনাদের অবস্থান ছিল মিরসরাই হাই স্কুল, মিরসরাই থানা। মুক্তিযোদ্ধারা পাক সেনাদের অবস্থান নিশ্চিত হয়ে প্রায় দুই’শ মুক্তিযোদ্ধা মিরসরাই সদরের পূর্ব দিক ছাড়া বাকী তিন দিক ঘিরে পাক সেনাদের ওপর আক্রমন শুরু করেন। শুরু হয় পাক সেনা ও মুক্তিযোদ্ধাদের গুলি বিনিময়। বৃষ্টির মতো গুলি বিনিময়ের এক পর্যায়ে পাক সেনারা পালিয়ে যায়। মুক্তিযোদ্ধারা সতর্কভাবে শত্রæর অবস্থানের দিকে গিয়ে দেখলেন পাক সেনারা পালিয়ে গেছে। এরপর আর মিরসরাইয়ে কোন যুদ্ধ হয়নি। সে থেকে ৮ ডিসেম্বর মিরসরাইয়ে উদযাপিত হয়ে আসছে স্বাধীনতার হানাদার মুক্ত দিবস।