আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত পলির পরিবারকে ৩ লাখ টাকার অনুদান প্রদান

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই: | প্রকাশের সময় : রবিবার ৭ অগাস্ট ২০২২ ০৭:১৪:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

মিরসরাইয়ে নিহত এইচএসসি পরীক্ষার্থী মিশু রাণী দেবী পলি’র পরিবারকে ৩ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে গাড়ির মালিক জিদান ট্রান্সপোর্ট এজেন্সি। রবিবার (৭ আগষ্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পুলিশ, কলেজ কর্তৃপক্ষ, নিহত শিক্ষার্থীর পরিবার, স্থানীয় জনপ্রতিনিধি ও গাড়ির মালিক পক্ষের সমন্বয়ে যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে গত ২ আগষ্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় মিশু রাণী দেবী নিহত হন। নিজামপুর সরকারী কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে সে চলতি বছর এইচএসসি পরীক্ষার্থী ছিলো। মিশু রাণী উপজেলার ১২নং খৈয়াছড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পশ্চিম খৈয়াছড়া গ্রামের সূর্য মোহন নাথের মেয়ে। দুর্ঘটনার বিষয়ে কুমিরা হাইওয়ে পুলিশ থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন বাদী হয়ে সড়ক দুর্ঘটনা আইনে লরি চালক শাহজাহান শেখ (৪৯) ও সহকারি মো. লিমনকে আসামী করে মামলা করেন। তারা বর্তমানে কারাগারে রয়েছেন।

বৈঠকে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুর রহমান, সহকারি পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) লাবিব আবদুল্লাহ, নিজামপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. রফিক উদ্দিন, মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন, ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হাসান টিপু, ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ, চট্টগ্রাম-ধুম-শুভপুর হিউম্যান হলার মালিক সমিতির সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা যুবলীগের সহ সভাপতি আশরাফুল কামাল মিঠু, নিজামপুর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম আরিয়ান, জিদান ট্রান্সপোর্ট এজেন্সির ব্যবস্থাপক শিলিপ দেব রাজু।

জিদান ট্রান্সপোর্ট এজেন্সির ব্যবস্থাপক শিলিপ দেব রাজু বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী মিশু রাণী দেবী পলির পরিবারের প্রতি আমরা অনুতপ্ত। কোম্পানীর পক্ষ থেকে আমরা তার পিতার হাতে নগদ ২ লাখ টাকা তুলে দিয়েছি। আগামী বুধবার বাকী ১ লাখ টাকা হস্তান্তর করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুর রহমান বলেন, মানবিক দিক বিবেচনা করে সড়ক দুর্ঘটনায় নিহত শিশু রাণী দেবীর পরিবারকে গাড়ির মালিকের পক্ষে থেকে ৩ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর এলাকায় কোন পথচারী যাতে সড়ক বিভাজক পার হতে না পারে সেজন্য লোহার নেট দেওয়া হবে। ফুট ওভার ব্রীজ ব্যবহারের জন্য উদ্বুদ্ধকরণ কর্মসূচী নেওয়া হবে বলে জানান তিনি।