আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

মিরসরাইয়ে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের উপর হামলা, আহত-৪

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৪ জানুয়ারী ২০২৪ ০৮:৩১:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

চট্টগ্রাম-১ মিরসরাই আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিন (ঈগল) প্রতীকের কর্মীদের উপর হামলায় চারজন আহত হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলার ১৬নং সাহেরখালী ইউনিয়নের ডোমখালীতে এ ঘটনা ঘটেছে। 

হামলায় আহতরা হলেন, বেলায়েত হোসেন (৬৫), ওমর ফারক রুবেল (২৮), ফজলুল করিম (৪০), রাসেদুল আবরার (২২)। আহতদের মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনের প্রধান নির্বাচন সমন্বয়ক নিয়াজ মোর্শেদ এলিট জানান, বৃহস্পতিবার দুপুরে সাহেরখালী ইউনিয়নের ডোমখালী গোপাল সর্দার বাড়িতে ঈগল প্রতিকের ভোটার ¯িøপ বিতরণের সময় নৌকার প্রার্থী মাহবুব উর রহমানের অনুসারী রিপন, ইমতিয়াজ, অভি, মিনহাজুল, রবি জাবেদ সহ ১০-১২ জনের একটি গ্রæপ হামলা করে। হামলায় আমাদের চার কর্মী আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে ভর্তি করানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

এ বিষয়ে ১৬নং সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী হামলার বিষয়টি অস্বীকার করে বলেন, তাঁরা নির্বাচন বানচালের জন্য মিথ্যাচার করছে। স্বতন্ত্র প্রার্থীর লোকদের মধ্যে ঝামেলা হয়েছে। শুধু শুধু নৌকার প্রার্থীর কর্মীদের উপর দোষ চাপানো হচ্ছে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, সাহেরখালী ইউনিয়নের ডোমখালী এলাকায় এক পক্ষের সাথে অন্য পক্ষের কমীদের হাতাহাতির কথা শুনেছি। তবে এ বিষয়ে কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।