চট্টগ্রামের মিরসরাইয়ে ছাত্র শিবিরের ঝটিকা মিছিল থেকে হামলায় ছাত্রলীগ নেতা আনিস রিফাত ও যুবলীগ নেতা ফেরদৌস খান আহত হন। এসময় স্থানীয়রা হামলাকারীদের একজন আসিবুল হাসানকে আটক করে পুলিশের নিকট সোর্পদ করে। সে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের খাজুরিয়া গ্রামের নূর ইসলামের ছেলে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ঠাকুরদীঘি এলাকায় এ ঘটনা ঘটে। আহত যুবলীগ নেতা ফেরদৌস খান স্থানীয় দুর্গাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও আনিস রিফাত একই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। তাদের মধ্যে ছাত্রলীগ নেতা আনিস রিফাতের অবস্থা গুরতর হওয়ায় তাকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকালে একটি বাসযোগে শিবিরের ৪০ থেকে ৫০জনের একটি দল হঠাৎ নেমে ঠাকুরদীঘি বাজারে একটি ঝটিকা মিছিল শুরু করে। এসময় আনিস রিফাতের ওপর হামলা চালায় শিবির কর্মীরা। পরে স্থানীয় লোকজন ধাওয়া করে আসিবুল হাসান নামের এক শিবির ক্যাডারকে ধরে পুলিশে সোপর্দ করে। জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন জানান, ঝটিকা মিছিল থেকে হামলার ঘটনায় উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের খাজুরিয়া গ্রামের নূর ইসলামের ছেলে আসিবুল হাসানকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের ব্যাপারে তথ্য নেয়ার চেষ্টা চলছে এবং মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মিনহাজ উদ্দিন বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় আনিসুর রহমান নামে একজন হাসপাতালে ভর্তি হয়েছে। তার মাথার পেছনে গুরুতর আঘাত লেগেছে। ৩টি সেলাই দেওয়া হয়েছে। এছাড়া ডান হাতেও আঘাত প্রাপ্ত হয়েছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে এ ঘটনার প্রতিবাদে মিরসরাই উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলার ঠাকুরদীঘি বাজার এলাকায় বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক ইব্রাহীম খলিল ভূঁইয়া ও উপজেলা ছাত্রলীগের আহŸায়ক মাসুদ করিম রানা।