আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

মিরসরাইয়ে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ৬ঘন্টা পর উদ্ধার করে নিয়ে গেল রিলিফ ট্রেন

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই : | প্রকাশের সময় : রবিবার ৩ ডিসেম্বর ২০২৩ ০৮:৩৭:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

পূর্বাঞ্চল রেলওয়ের চট্টগ্রামের মিরসরাইয়ে লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেন ৬ ঘন্টা পর উদ্ধার করেছে রিলিফ ট্রেন। রবিবার ( ৩ ডিসেম্বর) সন্ধ্যায় সাড়ে ৭টায় দুর্ঘটনা কবলিত উদ্ধার করে কুমিল্লার লাকসাম নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুন্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমজাদ হোসেন। এর আগে একইদিন দুপুর দেড়টায় চট্টগ্রামমুখী মালবাহী ট্রেনের একটি বগির সামনের চার চাকা লাইনচ্যুত হয়েছে। উপজেলার ওয়াহেদপুরের নিজামপুর পুরাতন রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে কোন হতাহত হয়নি।

 

সীতাকু- পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমজাদ হোসেন বলেন, মালবাহী রেলগাড়ীর ইঞ্জিনের সাত নম্বর বগির সামনের ৪টি চাকা লাইনচ্যুত হয়। ৬ ঘন্টা পর রিলিফ ট্রেনে এসে বগি উদ্ধার করে কুমিল্লার লাকসাম নিয়ে গেছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। 

 

বড়তাকিয়ার রেল ষ্টেশন মাষ্টার মো. শামসুদ্দৌহা বলেন, নিজামপুর এলাকায় একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার খবর পেয়েছি। তবে আমি ছুটিতে থাকায় বিস্তারিত বলতে পারছিনা।