মিরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নকে মাদকমুক্ত করার ঘোষণা দিয়েছেন ইউপি চেয়ারম্যান সহ পুলিশ কর্মকর্তারা। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে করেরহাট ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বিট পুলিশিং সমাবেশে এ ঘোষণা দেন বক্তারা।
১নং করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়নের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল হারুন। এসময় ইউপি সদস্যরা সহ করেরহাট ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার প্রায় সহ্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন বলেন, করেরহাট ইউনিয়নটি ভৌগলিকভাবে সীমান্তের সাথে সংযুক্ত থাকায় এখানে মাদক ব্যবসায়ীরা আইনশৃঙ্খলাবাহিনী ও জনপ্রতিনিধিদের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসার চেষ্টা করে। এলাকার সর্বস্তরের জনসাধারণ যদি সচেতন ও সজাগ থাকে তাহলে মাদককারবারীদের সেন্ডিকেট ভেঙ্গে ফেলা সম্ভব। করেরহাট ইউনিয়নকে মাদকমুক্ত ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করার জন্য বিট পুলিশিং অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদক নির্মূলে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার জন্য তিনি আহŸান জানান।