আজ শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

মিরসরাইয়ে বিএনপি কার্যালয় ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই : | প্রকাশের সময় : শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ১০:২৯:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

মিরসরাই উপজেলার বামনসুন্দর বাজারে রাতের আঁধারে বিএনপি কার্যালয় ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা। কার্যালয় ভাংচুরের প্রতিবাদে শুক্রবার বাদ আসর বামনসুন্দর বাজারে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

উপজেলা স্বেচ্চাসেবক দলের আহ্বায়ক ওমর শরীফ বলেন, ঐতিহ্যবাহী বামনসুন্দর বাজারে দীর্ঘদিন ধরে বিএনপি ও অঙ্গসংগঠনের দলীয় কোন কার্যালয় ছিলো না। দলকে সুসংগঠিত করতে বামনসুন্দর বাজারে দলীয় কার্যালয় স্থাপন করা হলে কিছু দুষ্কৃতিকারী বৃহস্পতিবার রাতে তা ভেঙ্গে দিয়েছি। গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের পরও তাদের দোসরা এখনো ওঁতপেতে রয়েছে।  এমন ন্যাঙ্কারজনক ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ৭নং কাটাছরা ইউনিয়ন বিএনপির সাবেক অর্থ সম্পাদক সোহাগ চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শওকত আকবর সোহাগ, উত্তর জেলা স্বেচ্চাসেবক দলের সহ সভাপতি আলা উদ্দিন, ৭নং কাটাছরা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, সদস্য সচিব নুর উদ্দিন জাহিদ, সদস্য মোজাম্মেল হোসেন, বিএনপি নেতা নুর উদ্দিন মাসুম, রাসেল, ইউনিয়ন স্বেচ্চাসেবক দলের সভাপতি শহিদুল ইসলাম, যুবদল নেতা রমজান আলী বাপ্পি, পিন্টু, বেলাল, আরপিন, শিপন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এমরান, ছাত্রদল নেতা জাহিদ চৌধুরী প্রমুখ।

প্রসঙ্গত : বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর রাতে বামনসুন্দর বাজারে বিএনপির আঞ্চলিক কার্যালয়টি ভাংচুরের ঘটনা ঘটে। এসময় কার্যালয়ে থাকা দলীয় নেতাদের ছবি, ব্যানার, চেয়ার, টেবিলসহ আসবাবপত্র ভাংচুর করে পাশ্ববর্তি বামনসুন্দর খালে ফেলে দেয় দুর্বৃত্তরা।