চট্টগ্রামের মিরসরাইয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৬ আগস্ট) সকালে উপজেলার মিঠাছড়া এলাকায় দলের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিছিল শেষে বাইপাসে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন।
বারইয়ারহাট পৌর বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজির সভাপতিত্বে ও মিরসরাই পৌর বিএনপির সদস্য সচিব জাহিদ হুসাইনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন। সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা মুছা মিয়া চেয়ারম্যান, শাহিনুল ইসলাম স্বপন, নুরুল আলম মেম্বার, আজিজুল হক মেম্বার, মাসুকুল আলম সোহান, মেজবাউল হক মানিক, জহির উদ্দিন বাবলু, নজরুল ইসলাম লিটন, মঞ্জুরুল হক মঞ্জু, মাজহারুল ইসলাম চৌধুরী,রফিকুল ইসলাম, নাজমুল হক সোহাগ, এয়াছিন মিজান, শামছুদ্দোহা মামুন, গোলাম জাকারিয়া, ওমর ফারুক, কামরান সরোয়ার্দী, মোস্তফা চৌধুরী, ইমাম উদ্দিন, যুবদল নেতা কামাল উদ্দিন, সিরাজুল ইসলাম, নুরুল আবছার মিয়াজী, কামরুল হাসান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোঃ ফোরকান উদ্দিন চৌধুরী, কামাল উদ্দিন, আরিফ মাঈনুদ্দিন, শহীদুল ইসলাম, ছাত্রদল নেতা মিনহাজ উদ্দিন টিটু, আব্দুল্লাহ আল নোমান, মোহন দে, আবু দাউদ, ইনজামামুল হক, নাজিম উদ্দিন প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথি নুরুল আমিন চেয়ারম্যান বলেন, দেশের মানুষ এই সরকারের কাছে জিম্মী হয়ে আছে। সবকিছুর দাম বাড়িয়ে সাধারণ জনগনকে ধুঁকে ধুঁকে মারছে। আর ঘরে বসে থাকার সময় নেই, সকলকে রাজপথে আন্দোলন সংগ্রাম করে এই প্যাসিস সরকারের কবল থেকে জনগনকে উদ্ধার করতে হবে।