আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

মিরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই : | প্রকাশের সময় : শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ১০:২২:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

মিরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্থ বিদ্যালয়ের ৯৫ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরন বিতরণ করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে জেলা পরিষদ মিরসরাই মিলনায়তনে ঢাকাস্থ মিরসরাই প্রফেশনালস সোসাইটির উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রফেশনালস সোসাইটির সভাপতি দিদারুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক শামঝুদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পুলিশের ডিআইজি (অবঃ) মেসবাহুন নবী, ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোহাম্মদ মোহসীন, মোঃ কামরুল হাসান এফসিএ, এনামুল গোফরান চৌধুরী, জিলহাজ উদ্দিন প্রমুখ। 

মিরসরাই প্রফেশনালস সোসাইটির সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোহাম্মদ মোহসীন জানান, উপজেলার করেরহাট কামিনী মজুমদার, জয়পুর পূর্ব জোয়ার, মহাজনহাট ফজলুর রহমান, ওচমানপুর বহুমুখী, আবুরহাট, ঝুলনপোল বেনী মাধব ও মিঠানালা রাম দয়াল উচ্চ বিদ্যালয়ের ৯৫জন শিক্ষার্থীকে নগদ টাকা ও শিক্ষার প্রয়োজনীয় উপকরণ দেয়া হয়েছে। আগামীতে আমাদের উপজেলার সব কয়টি বিদ্যালয়ে এ সহযোগীতা নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।