আজ শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

মিরসরাইয়ে ঝরনা দেখতে গিয়ে পাথর পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, আহত ২

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই : | প্রকাশের সময় : শুক্রবার ২৭ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৪৮:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

মিরসরাইয়ে খৈয়াছড়া ঝরনা দেখতে গিয়ে উপর থেকে পাথর পড়ে মোঃ মাহবুব আলম নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন গাজী আহমেদ বিন শামস (৩৫), মেহেদী হাসান (৩২)। তারা তিন জনই ওয়ান ব্যাংকে কর্মরত ছিলেন। আহত গাজী আহমেদ বিন শামসকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।

নিহত মাহবুব আলম ঢাকার যাত্রাবাড়ি এলাকার ধনিয়া পাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি ওয়ান ব্যাংক এর প্রধান কার্যালয়ে বিজনেস সাপোর্ট অফিসার হিসাবে দায়িত্বরত ছিলেন। 

ঝরনা দেখতে আসা মেহেদী হাসান বলেন, ঝরনা দেখার জন্য আমরা বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে রওয়ানা হই। শুক্রবার দুপুরে আমরা ৬ সহকর্মী মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনায় পৌঁছায়। ঝরনায় পৌঁছানোর পর আমরা সবাই মিলে পানিতে ভিজতে গেলে হঠাৎ উপর থেকে একটি পাথর পড়লে আমি অজ্ঞান হয়ে পানিতে পড়ে যায়। পরে জ্ঞান ফিরলে শুনি আমাদের সহকর্মী মাহবুব আলম মারা গেছেন। গাজী আহমেদ বিন শামস গুরুতর আহত হয়েছেন। আমরা সবাই ওয়ান ব্যাংকের হেড অফিসের কর্মরত ছিলাম। 

মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, শুক্রবার বেলা সাড়ে ১২ টায় খৈয়াছড়া ঝরনায় উপর থেকে পাথর পড়ে মাহবুব আলম নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। দুর্ঘটনার খবর শুনে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মিরসরাই থানায় হস্তান্তর করেছি। 

 

মিরসরাই থানার অফিসার ইনচার্জ আবদুল কাদের বলেন, খৈয়াছড়া ঝরনায় উপর থেকে পাথর পড়ে একজন পর্যটক ঘটনাস্থলে মারা যান। এই ঘটনায় আরো ২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গাজী আহমেদ বিন শামসকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) প্রেরণ করা হয়েছে।