মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের পাশে একটি বারমাসি ছড়া ভরাটের অভিযোগে নিজাম উদ্দিন নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছেন মোবাইল কোর্ট। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর বিকেলে উপজেলার ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের গড়তাকিয়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, উপজেলার গড়তাকিয়া এলাকায় একটি বারমাসি ছড়া সড়কের পাশের মাটি কেটে ভরাট করার অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মাটি কাটার এক্সকেভেটর দিয়ে প্রবাহমান ছড়ায় সড়কের পাশ থেকে কর্তনকৃত মাটি দ্বারা ভরাট করে পানি প্রবাহ বাধাগ্রস্থ করার প্রমাণ পাওয়া যায়। এসময় উক্ত কাজের সাথে স¤পৃক্ত মো: নিজাম উদ্দিন (৪৫) কে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত মো: নিজাম উদ্দিন কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ মোতাবেক নগদ ২ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি উক্ত ছড়া কে তার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় জোরারগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।