আজ বৃহস্পতিবার ৯ জানুয়ারী ২০২৫, ২৫শে পৌষ ১৪৩১
সিএনজি-অটোরিকশাসহ আটক- ১

মিরসরাইয়ে ছিনতাইয়ের কবলে এনজিও কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই : | প্রকাশের সময় : সোমবার ৬ জানুয়ারী ২০২৫ ১১:১৪:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

মিরসরাইয়ে ছিনতাইয়ের শিকার হয়েছেন এনজিও কর্মকর্তা। তার নাম শুকলা রানী মজুমদার। তিনি আশা বাইয়ারহাট-১ ব্রাঞ্চ অফিসের লোন অফিসার হিসেবে কর্মরত। সংঘবদ্ধ ছিনতাইকারীরা কিস্তির নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল নিয়ে যায় ওই কর্মকর্তার। স্থানীয়দের সহযোগীতায় ছিনতাইয়ে ব্যবহৃত সিএনজি অটোরিকশা সহ-১ ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক হওয়া ব্যক্তির নাম সুমন (২৭)। সে সিএনজি অটোরিকশা চালক এবং নোয়াখালী জেলার সুধারাম থানার সোনাপুর চৌধুরীহাট এলাকার মৃত জয়নাল আবেদীনের পুত্র। 

রবিবার (৫ জানুয়ারি) সকাল ১১ টার দিকে বারইয়ারহাট পৌরসভার বিএম হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে। ওইদিন রাত ১০ টার দিকে এনজিও কর্মকর্তা শুকলা রানী মজুমদার বাদী হয়ে জোরারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জোরারগঞ্জ থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, আশা বাইয়ারহাট-১ ব্রাঞ্চ অফিসের লোন অফিসার পদে কর্মরত শুকলা রানী মজুমদার রবিবার সকাল ১১ টার দিকে মেহেদীনগর গ্রামের আশা এনজিওর মুক্তি ও স্মৃতি কেন্দ্রের সদস্যদের কাছ থেকে কিস্তির নগদ ১ লাখ ৭ হাজার ৪০ টাকা সংগ্রহ করে করেরহাট এলাকায় তার দায়িত্বাধীন ২য় কেন্দ্রে যাচ্ছিলেন। সিএনজি অটোরিকশাযোগে যাওয়ার পথে তিনি যেই সিএনজি অটোরিকশায় উঠেন সেটিতে পূর্ব থেকে চালকের দুই পাশে দুই জন এবং পিছনের সিটে একজন বসা ছিল। পরবর্তীতে কিছুদূর যাওয়ার পর চালকের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তি পিছনের সিটে তার পাশে বসেন। একপর্যায়ে তাদের একজন শুকলা রানী মজুমদারকে চড়থাপ্পড় দেয় এবং দুই চোখে ক্যামিকেল জাতীয় কিছু লাগিয়ে দিলে তার চোখ জ্বলতে থাকে। এসময় তারা তার গলা চেপে ধরে। পরে সিএনজি অটোরিকশা চিনকিরহাট এলাকায় পৌঁছলে তার সাথে থাকা নগদ ১ লাখ ৭ হাজার ৪০ টাকা, ৪ আনা ওজনের স্বর্ণের কানের দুল, ৮ আনা ওজনের স্বর্ণের চেইন এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাকে সিএনজি অটোরিকশা থেকে সড়কের পাশে ফেলে দেয়। পরবর্তীতে তার আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। 

ভুক্তভোগী এনজিও কর্মকর্তা শুকলা রানী মজুমদার বলেন, ‘আমি ছিনতাইয়ের শিকারের বিষয়টি আমার ম্যানেজার পরেশ চন্দ্র দাসকে জানালে তিনি বিএম হাসপাতালের সিসি ক্যামেরা দেখে স্থানীয় লোকজনদের সহযোগীতায় ঘটনার সময় আমাকে বহনকৃত সিএনজি অটোরিকশাটি শনাক্ত করেন। পরে বারইয়ারহাট পৌরবাজারের সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে গাড়ীর চালকসহ গাড়ীটি আটক করে জাতীয় জরুরী সেবা ৯৯৯ সংবাদ দিলে জোরারগঞ্জ থানা পুলিশ সিএনজি অটোরিকশা এবং অটোরিকশার চালক সুমনকে আটক করে। এসময় তার কাছ থেকে আমার ছিনতাই হওয়া মোবাইলটি উদ্ধার করে পুলিশ।’

তিনি আরো বলেন, ‘ছিনতাইয়ে জড়িত সিএনজি অটোরিকশা চালক সুমন প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের সম্পৃক্ততার কথা শিকার করেন এবং তার অন্য একজন সহযোগীর নাম খালেক এবং অন্য দুই জনের সম্পর্কে সে কিছু জানে না বলে জানান।’

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, ‘ছিনতাইয়ের ঘটনায় আশা এনজিও কর্মকর্তা শুকলা রানী মজুমদার বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। এই ঘটনায় সিএনজি অটোরিকশা চালক সুমনকে সিএনজি অটোরিকশাসহ আটক করা হয়েছে। ছিনতাইয়ে জড়িত বাকী আসামীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’