আজ মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪, ৭ই কার্তিক ১৪৩১

মিরসরাইয়ে উদ্যোক্তা ফোরামের বার্ষিক আনন্দ ভ্রমণ

নিজস্ব প্রতিবেদক, মিরসরাইঃ | প্রকাশের সময় : শনিবার ৩১ ডিসেম্বর ২০২২ ০৫:০৪:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

 

'এসো মিলি প্রাণের মেলায়' শ্লোগানে চট্টগ্রাম জেলা ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরামের বার্ষিক আনন্দ ভ্রমণ মিরসরাইয়ের মহামায়া লেকে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) আয়োজিত অনুষ্ঠানের আলোচনা সভায় চট্টগ্রাম জেলা ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরামের সভাপতি জাহেদ হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম টিপু ও উদ্যোক্তা সোহেল রানার যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন এটুআই'এর ন্যাশনাল কনসালটেন্ট কামাল হোসাইন সৈকত, পোগ্রাম সহকারী খালিদ সাইফুল্লাহ, ক্যাপাসিটি (ডেভেলপমেন্ট কোঅর্ডিনেটর) অশোক বিশ্বাস, ন্যাশনাল কনসালটেন্ট মাসুম বিল্লাহ, মিরসরাইয়ের দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আবু সুফিয়ান বিপ্লব। আনন্দ ভ্রমণের দিনব্যাপী কর্মসূচীতে ছিলো চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় নবনির্বাচিত উপজেলা ফোরামকে বরণ, আলোচনা সভা, মিরসরাই উপজেলা শিল্পকলার শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা, উদ্যোক্তাদের অংশগ্রহণে দর্শক পর্ব, লাকী কুপন ড্র, দুপুরের খাবার, বোর্ডযোগে মহামায়া লেকে ভ্রমণ, র্যাফেল ড্র পুরস্কার বিতরণ। আনন্দ ভ্রমণে চট্টগ্রাম জেলার ১৩০ জন ইউনিয়ন ডিজিটাল সেন্টার উদ্যোক্তা অংশগ্রহণ করেন। চট্টগ্রাম জেলা ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরামের সভাপতি জাহেদ হোসেন বলেন, জনগণের দৌড়গোডায় ডিজিটাল সেবা পৌঁছে দিতে সারা বছর উদ্যোক্তারা কাজ করে থাকেন। সকল ক্লান্তি আর অবসাদকে দূরে ঠেলে জেলার সকল উদ্যোক্তা বছরের একটি দিন আনন্দ ভ্রমণে মিলিত হই। এর মাধ্যমে নতুন উদ্যোমে কাজ করার প্রেরণা পাবে সবাই।