আজ রবিবার ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪শে ভাদ্র ১৪৩১

মিরসরাইয়ে অগ্নিকান্ডে ৭টি ঘর ভষ্মীভূত

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই : | প্রকাশের সময় : বুধবার ৪ সেপ্টেম্বর ২০২৪ ০৮:২৬:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

মিরসরাইয়ে পৃথক অগ্নিকান্ডে ৭টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ইছাখালী ইউনিয়ন ও দুর্গাপুর ইউনিয়নে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে উপজেলার ইছাখালী ইউনিয়নের ইসলামপুর গ্রামের দ্বারবক্স ভ‚ঁইয়া বাড়িতে সুজত আলীর ছেলে এলাহি বক্স, মৃত ছানা উল্লাহর ছেলে শহীদ উল্লাহ, মৃত এরাদুল্লাহ’র ছেলে ফরিদুল্লাহ স্বপন ও এনায়েত উল্লাহ লিটন এর সম্পূর্ণ ঘর পুড়ে ছাই হয়ে যায়। এসময় আংশিক ক্ষতি হয় পাশ^বর্তী গোলাম রব্বানীর ছেলে শাহ এমরান ফেরদৌস ও সাইফুল ইসলামের ঘর। এদিকে বুধবার দুপুরে রান্নাঘর থেকে আগুন লেগে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের অটোরিক্সা চালক নুর উদ্দিনের ঘর পুড়ে ছাই হয়ে যায়। তার প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্থ ফরিদুল্লাহ স্বপন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে আমাদের বাড়ির ৪টি ঘর সম্পূর্ণ ও ২টি ঘর আংশিক পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগণ আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে আমাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘর পুড়ে যাওয়ায় গ্রামের পাশ^বর্তী বাড়িতে আমরা এখন আশ্রয় নিয়েছি।

দুর্গাপুর ইউনিয়ন যুবদলের আহŸায়ক আনোয়ার হোসেন বলেন, রান্না ঘর থেকে আগুন লেগে অটোরিক্সা চালক নুর উদ্দিনের সম্পূর্ণ ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনে তার প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি ব্যক্তিগত পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তা করেছি।

মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশন এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারি বলেন, ইছাখালী ইউনিয়নে দ্বারবক্স ভ‚ঁইয়া বাড়িতে অগ্নিকান্ডের খবর মিরসরাই ও বারইয়ারহাট ফায়ার সার্ভিসের ২টি টিম ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিস টিম পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ৬ জন মালিকের বসতঘরে বিভিন্ন পরিমাপের ১৬ কক্ষ বিশিষ্ট সেমি পাকা ও টিনশেড ঘর আসবাবপত্র, নগদ টাকা এবং মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপন করা যায়নি। এছাড়া দুর্গাপুর ইউনিয়নের অগ্নিকান্ডে আমরা যাওয়ার আগে সব পুড়ে ছাই হয়ে যায়।