মিরসরাইয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৫ পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। শুক্রবার (৬ ডিসেম্বর) মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে নগদ অর্থ, টিন ও পিলার বিতরণ করা হয়েছে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে ১ বান করে টিন, ৩ টি করে পিলার ও নগদ অর্থ তুলে দেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন। এসময় মিরসরাই পৌরসভা বিএনপির আহবায়ক মহিউদ্দিন, মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল হক, সাবেক সাধারণ সম্পাদক মো. সুজাউল হক, সদস্য সচিব মফিজ উদ্দিন, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন মিয়াজী, বিএনপি নেতা কাজী রেজাউল করিম, মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কামরুল হোসেন, দুর্গাপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন, মিরসরাই সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক মো. সাইফুল ইসলাম সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ক্ষতিগ্রস্থদের অনুভূতি:
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, আমাদের মতো গরিবদের ঘরে আগুন লাগলে বাঁচানোর কিছুই থাকে না। অগ্নিকান্ডের ঘটনার পর থেকে খোলা আকাশের নিচে প্লাস্টিক মুড়িয়ে থাকতে হচ্ছে। অনেকেই নানাভাবে সহযোগিতা করছেন। আজও বিএনপি নেতারা টিন, পিলার, টাকা দিয়ে গেছে। সকলের প্রতি আমরা কৃতজ্ঞ।
বিএনপির বক্তব্য:
জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. নুরুল আমিন বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জনগণের যে কোন বিপদে পাশে থাকার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে বিএনপি। সেই ধারাবাহিকতায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে আমরা। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।’