মিরসরাই উপজেলার কাটাছড়া ইউনিয়নে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীকে অনুদান দিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এরাদুল হক ভুট্টো। বুধবার (৪ জানুয়ারি) রাতে ব্যবসায়ী জাফর ইকবালের হাতে অনুদান তুলে দেন।
জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ৭নং কাটাছড়া ইউয়িনের উত্তর কাটাছড়া গ্রামের তাহের সওদাগর মার্কেটের আবু ছালেকের ছেলে জাফর ইকবালের দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় আগুনে নগদ ৪০ হাজার টাকা সহ প্রায় ৯ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী আবু ছালেক বলেন, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে আমার ছেলে জাফর ইকবাল দোকান বন্ধ করে বাড়িতে যায়। আমার দোকানে মুদি মালামাল, গ্যাস সিলিন্ডার সহ বিভিন্ন গোসারি মালামাল ছিলো। আগুনে তিনটি বড় ফ্রিজও সহ সব মালামাল পুড়ে গেছে। আগুন লাগার পর দোকানের বাইরে একটি বোতলে পেট্রোল পেয়েছি। আমার দোকানের পাশে নৌকা প্রার্থীর এজেন্ট অফিস ছিলো। আমি নিজেও নৌকার কাজ করছি। আগুনটি শত্রæতাঃবশত কিনা তা খতিয়ে দেখার জন্য আমি প্রশাসনের প্রতি দাবী জানাচ্ছি।
বুধবার রাতে ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শনে যান, কক্সবাজার চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট সাবেদুর রহমান সমু, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী স্বেচ্চাসেবকলীগের সভাপতি এরাদুল হক ভুট্টো সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় এরাদুল হক ভুট্টো ব্যক্তিগত পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী আবু ছালেকের হাতে নগদ টাকা তুলে দেন।