মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। দুইদিন ব্যাপী অনুষ্ঠানের শেষদিন বৃহস্পতিবার (৮ ফেব্রæয়ারি) বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন। প্রধান বক্তা ছিলেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এসএম আবুল হোসেন, উদয়ন ক্লাবের সাবেক সভাপতি আব্দুর রহিম, ইউপি সদস্য বেলাল উদ্দিন, উদয়ন ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, বিদ্যাৎসাহী সদস্য মহিউদ্দিন কিরণ, প্রধান শিক্ষক বাহার উদ্দিন ভূঁইয়া সহ নেতৃবৃন্দ।
প্রধান অতিথি মাহফুজা জেরিন তাঁর বক্তব্যে বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ছাত্রÑছাত্রীদেরও ভূমিকা রয়েছে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও বিজ্ঞান ভিত্তিক প্রতিযোগিতায় এগিয়ে যেতে হবে। অত্র বিদ্যালয়ের মহিলা ফুটবল দল জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন ও বিভাগীয় রানার্সআপ হওয়ায় আমি তাদের অভিনন্দন জানাচ্ছি। আগামীতেও ক্রীড়া ক্ষেত্রে এ নৈপুন্য প্রদর্শন করবে বলে আমি আশাবাদী। আলোচনা সভা শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।